Posts


কারিয়ানা কুরআনের ভুমিকাঃ 

 মহান আলু - হ পাকের অসীম কৃপায় কারিয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষার অছিলায় বাংলাদেশের অগণিত কুরআন অজানা মানুষ সহজে ও স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআন শিক্ষার সুযােগ পাচ্ছে । কারিয়ানা পদ্ধতিতে কঠিন তাজবীদকে বিশেষ কৌশলে সহজ করে ছন্দ ও সুরের মাধ্যমে দক্ষ শিক্ষক দ্বারা সহিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা প্রদান করে আসছে । এরপরও কারিয়ানা কুরআ ন না থাকার কারণে অনেক মুর্থ ও বৃদ্ধ লােকেরা শুদ্ধ তিলাওয়াতে ব্যর্থ হচ্ছেন । তাই সকলের সময়ের দাবির প্রেক্ষিতে আমার স্নেহের ছাত্র মুফতী আঃ করিম নাদভী সাহেবের সহযােগিতায় তাজবীদের সহজ সাংকেতিক চিহ্নে বর্ণনাসহ কারিয়ানা কুরআন প্রকাশের পথ সুগম হয় । রসূল ( ছ ) এর নিকট ধারাবাহিকভাবে কুরআন নাজিল হয় মৌখিকভাবে আর প্রয়ােজনের তাগিদে তা পরবর্তীতে লিপিবদ্ধ করা হয় । ঐ সময় যে কুরআ - ন আরবীতে লেখা হয় তাতে কোন নুকতা ছিল না ফলে অনারবদের জন্যে বা- , তা- , ছা , জীম , হা- , খ- , ক্ব - ফ , ফা এইসব অক্ষর পৃথক সম্ভব ছিল না । অনারবদের কুরআন তিলাওয়াতের সুবিধার্তে সাহাবীদের আমলেই নুকতার প্রচলন হয় । পরবর্তীতে ইসলামের সীমানা বহির্বিশ্বে ছড়িয়ে পড়লে কুরআনের ব্যাপক তিলাওয়াত ও গবেষণা শুরু হয় । এরই ধারাবাহিকতায় উমাইয়া খিলাফতের শাসনকর্তা আলওয়ালিদের প্রাদেশিক গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে যের , যবর , পেশ , সুকুন তাশদীদ সংযােজন হয় । এমনি করে কুরআন তিলাওয়াতের সহজ পন্থা উদ্ভাবন হতে থাকে কালের বিবর্তনে গবেষণার মাধ্যমে । এসব চিন্তা ও ধ্যান ধারণা হতে আমাদের দেশের জনগণের উপযােগী শুদ্ধ তিলাওয়াতের পন্থা হিসাবে তাজবীদের সহজ ব্যাখ্যার চিহ্ন সম্বলিত কারিয়ানা কুরআন প্রকাশিত হয় । আমাদের এ গবেষণায় যদি কোন ক্রটি আপনাদের চোখে ধরা পড়ে তাহলে আমাদেরকে জানালে দ্রুত সংশােধন করব এবং সেই সাথে চীর কৃতার্থ থাকব । আল্লাহ পাকের কালামের প্রচার ও প্রসারে আমাদের শ্রমটুকু কবুল করে পরকালের কঠিন আযাব হতে মুক্তি দান করুন ( আমীন ) ।  

Getting Info...

About the Author

CEO Of SomoySuchi Website .

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.